• আন্তর্জাতিক

    বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ

      প্রতিনিধি 30 December 2025 , 2:43:26 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নিয়ে এখন পর্যন্ত দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামের প্রতিবেদনে বিবিসি বলছে, দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

    ১৯৯১ সালে নিজের দলকে নেতৃত্ব দিয়ে টানা ২০ বছর পর অনুষ্ঠিত দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান হন।

    সোমবার চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার অবস্থা ছিল ‘চরম সংকটাপন্ন’। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে বয়স ও সার্বিক শারীরিক অবস্থার অবনতির কারণে একই সময়ে একাধিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না বলে তারা জানান। অসুস্থতা সত্ত্বেও এর আগে তার দল বলেছিল, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া।

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ক্ষমতার পালাবদলের দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে তার তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল।

    খালেদা জিয়ার রাজনৈতিক দল বিএনপি জানিয়েছে, দীর্ঘদিনের অসুস্থতায় ভুগে খালেদা জিয়া মারা গেছেন। চিকিৎসকরা বলেছেন, তিনি লিভারের সিরোসিসে ভুগছিলেন। এ ছাড়া তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং হৃদ্‌যন্ত্রের সমস্যাও ছিল।

    বিজ্ঞাপন

    ‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে একটি কালের অবসান’’ শিরোনামে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া; যিনি আগামী বছরের নির্বাচনের পর আরেকবার দেশকে নেতৃত্ব দেওয়ার আশা করেছিলেন, তিনি মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা গেছেন।

    দক্ষিণ এশিয়ার এই দেশটির অস্থিতিশীল ক্ষমতার লড়াইয়ে কয়েক দশক ধরে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন খালেদা জিয়া। আগামী বছরের নির্বাচনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানের পর এটি প্রথম নির্বাচন। ওই অভ্যুত্থানে খালেদা জিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।

    দীর্ঘদিনের অসুস্থতা ও কারাবাস সত্ত্বেও গত মাসে খালেদা জিয়া আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের প্রচারণায় নামার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে এগিয়ে রয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। আগামী বছরের নির্বাচনে তিনি বড় ধরনের জয় পেয়ে আবারও দেশকে নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছিল।

    গত ২৩ নভেম্বর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে টানা ৩৬ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

    খালেদা জিয়ার মৃতু নিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখন পর্যন্ত তিনটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। দেশটির রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা রেখে আসছিলেন তিনি।

    এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান, পাকিস্তানি সংবাদমাধ্যম ডন, জিও নিউজ, আমিরাতি দৈনিক গালফ নিউজসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু