• রাজনীতি

    নতুন সমীকরণ: চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

      প্রতিনিধি 27 December 2025 , 7:06:05 প্রিন্ট সংস্করণ

    আমীর খসরু মাহমুদ চৌধুরী-(বামে) মোহাম্মদ আসলাম চৌধুরী-(মাঝে) ও সাঈদ আল নোমান তুর্য। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ৩টি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় নতুন সমীকরণ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১ এবং চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    এর মধ্যে চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন, পাট শ্রমিক দলের সভাপতি এবং সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্য। চট্টগ্রাম-১১ আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-৪ আসনে চূড়ান্ত প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী।

    নানা রাজনৈতিক সমীকরণ এবং দলীয় শীর্ষ নেতৃত্বের আলোচনা বিবেচনায় চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সাঈদ আল নোমান তুর্য দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার এই সক্রিয়তা ও জনপ্রিয়তা প্রার্থী নিশ্চিত করতে প্রধান ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্র জানিয়েছেন।

    বিজ্ঞাপন

    চট্টগ্রাম-১১ আসনে পুনরায় মনোনয়ন পাওয়া আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন পেয়েছিলেন। তিনি ১৯৯১ সালে উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করেন এবং ২০১৮ সালে বন্দর-পতেঙ্গা এলাকা থেকে অংশ নিয়ে পরাজিত হন।

    প্রাথমিকভাবে চট্টগ্রাম-১০ আসনটি আমীর খসরু তার ছেলে ইস্রাফিল খসরুর জন্য চেয়েছিলেন। তবে প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্য আগে থেকেই ওই এলাকায় সক্রিয় থাকার কারণে তাকে এ আসন দেয়া হয়। চট্টগ্রাম-১১ আসনে পুনরায় মনোনয়ন দেয়া হয় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

    চট্টগ্রাম-৪ আসনে চূড়ান্ত প্রার্থী হয়েছেন মোহাম্মদ আসলাম চৌধুরী। ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি দলীয় মনোনয়নের চিঠি হাতে তুলে নেন। সভায় তিনি নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
    এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে প্রাথমিকভাবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:40 AM রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি 11:24 AM দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 11:17 AM ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক: বিপাকে ভারত 10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত 9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা