• রাজনীতি

    যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও কর্মসূচি: ইনকিলাব মঞ্চ

      প্রতিনিধি 27 December 2025 , 6:49:04 প্রিন্ট সংস্করণ

    যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও কর্মসূচি: ইনকিলাব মঞ্চ। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, কাউকেই সেফ এক্সিট দেয়া হবে না। যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয়া হতে পারে। শনিবার (২৭ ডিসেম্বর) ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে বিক্ষোভ কর্মসূচি। সেখানে ওসমান হাদিকে হত্যার ঘটনায় চলমান বিক্ষোভে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি জানিয়ে এমন মন্তব্য করেন তিনি।

    অপরদিকে, রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। হাদির খুনিদের গ্রেফতার ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে নেতাকর্মীরা দিচ্ছেন স্লোগান। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

    বিজ্ঞাপন

    সংগঠনটির সদস্য সচিব বলেন, যে উপদেষ্টারা ভাবছেন এক মাস ক্ষমতায় আছেন, এরপর বিদেশে পাড়ি জমাবেন, তাদের কাউকেই সেফ এক্সিট দেয়া হবে না। বিদেশে পালাতে পারবেন না, রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনে বিচার করবে জনতা। আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া আসেনি। তাই আগামী দিনে যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও করার কর্মসূচিও হতে পারে।

    উপদেষ্টাদের উদ্দেশে আবদুল্লাহ আল জাবের বলেন,‘জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে এসেছি-এই কথা বলতে সরকারের লজ্জা লাগে না? ১ হাজার ৪০০ জনকে হত্যার বিচার করতে পারেনি সরকার, লজ্জা লাগে না?’, কারা হাদি হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? নাম বলেন আপনার, পাহারা দেব আমরা। এই খুনের পেছনে কারা বলেন, আমরা আপনাকে পাহারা দেব এমন কথাগুলো যোগ করেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:24 AM দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 11:17 AM ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক: বিপাকে ভারত 10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত 9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা