
প্রতিনিধি 26 December 2025 , 10:52:35 প্রিন্ট সংস্করণ

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামে দুটি লঞ্চের সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
যদিও প্রাথমিকভাবে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে নৌ পুলিশের পক্ষ থেকে মৃতের সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় হরিনা এলাকায় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় দুজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।