• আন্তর্জাতিক

    ভারতে চলন্ত বাসে আগুন, জীবন্ত পুড়ে ১০ জনের মৃত্যু

      প্রতিনিধি 25 December 2025 , 1:49:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের কর্ণাটকের চিত্রদুর্গা বিভাগে একটি স্লিপার বাসে ট্রাকের ধাক্কায় আগুন লেগে জীবিত অবস্থায় পুড়ে ১০ জন নিহত হয়েছেন। বাসটি বেঙ্গালুরু থেকে ৩০০ কিলোমিটার দূরের শীবামোগ্গার দিকে যাচ্ছিল। এরমধ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে জাতীয় মহাসড়ক-৪৮ এ একটি ট্রাকের সঙ্গে বাসটি ধাক্কা খায়।

    সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাকটি অন্য প্রান্ত দিয়ে আসছিল। গতি এতই বেশি ছিল যে, ট্রাকটি সড়ক বিভাজক থেকে উড়ে এসে বাসে ওপর পড়ে।

    বিজ্ঞাপন

    পুলিশের ইন্সপেক্টর জেনারেল রবিকান্ত গোদা বলেছেন, “একটি লরি ট্রাক সড়ক বিভাজকের ওপর থেকে উড়ে এসে বাসটিকে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্ত নির্দেশ করছে, ট্রাকটি বাসের ফুয়েল ট্যাংকে ধাক্কা মেরেছে। এরফলে বাসে আগুন লেগে যায়। বাসের কিছু যাত্রী আগুন থেকে বেরিয়ে যেতে সমর্থ হন। কিন্তু অনেকে আটকা পড়েন। এ ঘটনায় আট বাসযাত্রী এবং ট্রাক চালকের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।”

    বাসটিতে ৩২ যাত্রী ছাড়াও চালক ও একজন কন্ডাক্টর ছিলেন। ট্রাক ধাক্কা দেওয়ার পর পুরো বাসটিতে আগুন লেগে যায়।

    আদিত্য নামে এক যাত্রী বলেছেন, “ধাক্কা লাগার পর পর মানুষ চিৎকার করছিলেন। দুর্ঘটনার পর আমি পড়ে যাই। চারপাশে আগুন দেখতে পাই। দরজা খোলা যাচ্ছিল না। আমরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করি। মানুষ অন্যদের সহায়তা করার চেষ্টা করছিল। কিন্তু আগুন এত দ্রুত ছড়াচ্ছিল যে, সাহায্য করা কঠিন হয়ে যায়।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু