
প্রতিনিধি 25 December 2025 , 12:08:07 প্রিন্ট সংস্করণ

রাত পোহালেই বড়দিন। সারাবছরের প্রতীক্ষার প্রহর শেষে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সময় গুনছেন বড়দিনের। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন গির্জাগুলোতে সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বুধবার (২৪ ডিসেম্বর) সেই পুণ্য রাত, যে রাতে যিশু ভূমিষ্ট হয় এ পৃথিবীতে। তাই দিনটিকে উদযাপনে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রাখছেনা কোনো ত্রুটি। সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি, গোশালা ঘর সব মিলিয়ে রঙিন সাজে সজ্জিত ঢাকার গির্জাগুলো। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
যিশুর আগমনকে বরণ করতে মাস ব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠানের পালন করে আসছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। বুধবার রাত নয়টায় শেষ খ্রিষ্টযাক পালনের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বড়দিনের মূল আয়োজন। এবারে গির্জাগুলোতে দেশের শান্তি রক্ষার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানান প্রধান পুরোহিত।
বড়দিনের এ আয়োজনে পিছিয়ে নেই শহরের পাঁচ তারকা হোটেলগুলোও। বড়দিন কে বরণ করতে চলছে ক্রিসমাস ক্যারল থেকে শুরু করে বাহারি সব আয়োজন।