• শিরোনাম

    নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫, আহত ১০

      প্রতিনিধি 23 December 2025 , 6:11:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে চর দখলকে কেন্দ্র করে দুগ্রুপের গোলাগুলিতে নিহত হয়েছে অন্তত ৫ জন। এ সময় গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে সামছুদ্দিন ও আলা উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সামছুদ্দিন ওরপে কোপা সামছু গ্রুপের সামছুদ্দিন, তার ছেলে মোবারক হোসেন, ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের জুম্মা ডাকাত, আলা উদ্দিন মাঝি এবং হাতিয়ার রামচরণের আলা উদ্দিন গ্রুপের আলা উদ্দিন ওরফে আলা উদ্দিন ডাকাত। এর মধ্যে আলা উদ্দিনের মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    বিজ্ঞাপন

    স্থানীয় একাধিক সূত্র জানায়, জাগলার চরে বর্তমানে কয়েক শত ভূমিহীন পরিবার বসবাস করছে। চরের অর্ধেক জমি খাস এবং অর্ধেক ব্যক্তি মালিকানা বা বয়ার সম্পত্তি। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত হাতিয়ার হরণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশফিক, ফরিদ কমান্ডার (মেম্বার) এর নেতৃত্বে সামছুদ্দিন চরের জমি দখল করে প্রতি একর ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা করে ভূমিহীনদের কাছে বিক্রি করে। কিন্তু হঠাৎ করে গত কিছুদিন বিক্রির টাকা মুশফিক ও ফরিদ কামন্ডারকে দিচ্ছে না। তারই জেরে মুশফিক ও ফরিদের হয়ে মঙ্গলবার ভোরে আলা উদ্দিন, শীর্ষ ডাকাত কাউয়া কামাল, নিজাম মেম্বার এর নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রধারী চর দখলে যায়। এক পর্যায়ে চরে থাকা সামছুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।

    এতে আলা উদ্দিনসহ উভয়পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হয়। গোলাগুলিতে টিকতে না পেরে সামছুদ্দিনের বেশিরভাগ লোক পালিয়ে যায়। এক পর্যায়ে সামছুদ্দিন প্রতিপক্ষ আলা উদ্দিনকে গুলি করে। পরে আলা উদ্দিনের লোকজন সামছুদ্দিন, তার ছেলে মোবারক, তার কর্মী জুম্মাসহ কয়েকজনকে গুলি, কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে সামছুদ্দিন, তার ছেলে মোবারক, কর্মী জুম্মাসহ তার ৫ জন নিহত হয়। এ দিকে বিকেলে আলা উদ্দিনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা
    করে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এ ঘটনায় অন্তত পক্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত পক্ষে ১০ জন।

    এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। ঘটনায় সামছুদ্দিন, আলা উদ্দিনসহ ৫ জনের মরদেহ পওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু