• আইন-আদালত

    চানখারপুলে ৬ হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শেষ, ১৫ ডিসেম্বর যুক্তিতর্ক

      প্রতিনিধি 10 December 2025 , 7:41:22 প্রিন্ট সংস্করণ

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১০ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন।

    প্যানেলের অন্য সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। এদিন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য দেন জুয়েল মাহমুদ। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি শহীদ মিনারে ছিলেন এবং সেখানে আরশাদ হোসেনের সঙ্গে তার দেখা হয়। সরকারের পতনের খবরও তিনি ওই সময় জানতে পারেন।

    বিজ্ঞাপন

    এর আগে ৮ ডিসেম্বর আরশাদ হোসেন নিজেই নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। তার দাবি, জুলাই-আগস্টের আন্দোলনের সময় তিনি দায়িত্ব পালন করেন এবং চানখারপুলে কোনো অস্ত্র ব্যবহার করেননি। একই দিন সাফাই সাক্ষ্য দেন মো. সোলাইমান। সবমিলে ৩ জন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের জেরা শেষে ট্রাইব্যুনাল যুক্তিতর্কের তারিখ ঠিক করেন। ওই দিন প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

    প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলামসহ অন্যান্যরা। আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন সাদ্দাম হোসেন অভিসহ অন্য আইনজীবীরা। গত ৩০ নভেম্বর আরশাদের পক্ষে সাফাই সাক্ষ্য নেয়ার আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে ২৭ নভেম্বর তিনি এ আবেদন করেন। একই দিনে প্রধান তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের জেরা শেষ করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। গত ১২ নভেম্বর থেকে ২৩ কার্যদিবসে মোট ২৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহণ সম্পন্ন হয়।

    এই মামলায় গ্রেপ্তার ৪ আসামি হলেন, শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। চলতি বছরের ১৪ জুলাই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:01 PM তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত 10:34 PM বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 10:08 PM গুলশানে শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক 10:06 PM প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৬৪৫ আপিল, শুনানি শুরু শনিবার 9:47 PM বাংলাদেশের বিশ্বকাপ খেলা ইস্যুতে মুখ খুলল ভারত সরকার 9:42 PM তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি 9:39 PM শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে উপচেপড়া ভিড় 7:10 PM চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ 6:49 PM প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: কুড়িগ্রামে ডিভাইসসহ আটক ১০ 6:27 PM বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম