• আইন-আদালত

    ৩ মাসের মধ্যে মুর্শেদীর গুলশানের বাড়ি রাষ্ট্রীয় দখলে নেওয়ার নির্দেশ

      প্রতিনিধি 9 December 2025 , 12:16:11 প্রিন্ট সংস্করণ

    ৩ মাসের মধ্যে মুর্শেদীর গুলশানের বাড়ি রাষ্ট্রীয় দখলে নেওয়ার নির্দেশ
    ৩ মাসের মধ্যে মুর্শেদীর গুলশানের বাড়ি রাষ্ট্রীয় দখলে নেওয়ার নির্দেশ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অবশেষে প্রমাণ হলো যে গুলশানে সালাম মুর্শেদী যে বাড়ি দখল করেছেন, তা সরকারি সম্পত্তি। তিনি তা জোর করে ভুয়া নথি বানিয়ে দখল করেছে। ওই বাড়ি বা সম্পত্তিকে সরকারের ‘পরিত্যক্ত সম্পত্তি’ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সম্প্রতি এই রায় প্রকাশ করা হয়। বির্তকিত ব্যবসায়ী আবদুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি জেলে রয়েছেন। উল্লেখ্য, নথি জালিয়াতি করে গুলশানে বাড়ি দখল করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। এছাড়া এফডিআর থাকা সত্ত্বেও তা আয়কর রিটার্নে দাখিল না করায় আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সালাম মুর্শেদীর প্রায় ২২ কোটি টাকা আয়কর ফাঁকি উদ্ঘাটন করেছে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। রায়ে বলা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে সরকারকে বাড়িটি দখলে নিতে হবে।

    বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি দাবি করে এবং এটি মুর্শেদী অবৈধভাবে দখল করে রেখেছেন-এ অভিযোগ তুলে ব্যারিস্টার সুমন হাইকোর্টে রিট দায়ের করেন। আদালতের নির্দেশে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বিজ্ঞাপন

    মামলার নথি অনুযায়ী, ১৯৬০ সালে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)-বর্তমানে রাজউক-ঢাকা রি-রোলিং মিলসের নামে প্লটটি বরাদ্দ দেয়। ১৯৭০ সালের রাজনৈতিক অস্থিরতার সময় প্রতিষ্ঠানটির মালিকরা পাকিস্তানি হওয়ায় দেশ ত্যাগ করেন। তখন মো. ওয়াছিউর রহমান নামে এক ব্যক্তি নিজেকে মিলসের অ্যাটর্নি পরিচয় দিয়ে প্লটটি দখলে নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

    ১৯৭২ সালের জুনে ওয়াছিউর ডিআইটিকে জানান, প্লটটি তার স্ত্রী মালেকা রহমানের নামে তিনি ক্রয় করেছেন। কিন্তু একই বছরের সেপ্টেম্বরে তিনি আরেকটি আবেদন করে দাবি করেন-প্লটটি তিনি সরাসরি ঢাকা রি-রোলিং মিলসের কাছ থেকেই কিনেছেন। পরস্পরবিরোধী এসব দাবিকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করেছে রায়।

    রাজউকের সংরক্ষিত নথি পর্যালোচনায় দেখা যায়, প্লটটির ১৯৬৯ সালের বিক্রয় চুক্তির (যা রেজিস্ট্রি হয়নি) একটি সত্যায়িত কপি মালেকা রহমানের নামে রয়েছে। আর পাওয়ার অব অ্যাটর্নির নথিতে সফিক আহমেদ নামে একজনকে মিলসের অ্যাটর্নি হিসেবে উল্লেখ করা হলেও, তার অ্যাটর্নি হওয়ার কোনো বৈধ প্রমাণ পাওয়া যায়নি।

    হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এসব অস্বচ্ছতা ও অনিয়মের পরিপ্রেক্ষিতে বাড়িটিকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে রাষ্ট্রীয় দখলে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু