
প্রতিনিধি 7 December 2025 , 4:47:09 প্রিন্ট সংস্করণ

রাজনীতি আর বিনোদন দুনিয়ার দুই মেরুর দুই বাসিন্দা এবার এক সুতোয় বাঁধা পড়লেন। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ সেনসেশন কেটি পেরির প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। অবশেষে সেই গুঞ্জনে পড়ল আনুষ্ঠানিক সিলমোহর। জাপান সফরে গিয়ে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন এই আলোচিত জুটি।
সম্প্রতি জাপান সফরে যান ট্রুডো ও কেটি। সেখানে জাপানের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ট্রুডোর সঙ্গী হিসেবে দেখা যায় কেটি পেরিকে। এর মাধ্যমেই মূলত সম্পর্কের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দেন ট্রুডো।


তবে আলোচনার পারদ আরও চড়েছে কেটি পেরির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একগুচ্ছ ছবির কারণে। জাপান সফরের এসব ছবিতে ট্রুডোর সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে এই পপ তারকাকে। একটি ছবিতে দেখা যায়, দুজন একে অপরের গালে গাল ঠেকিয়ে সেলফি তুলেছেন, যেখানে দুজনের চোখেই নতুন সম্পর্কের উচ্ছ্বাস স্পষ্ট। অন্য একটি ফ্রেমে তাদের নিভৃতে খাবার উপভোগ করতে দেখা যায়।

ছবিগুলোর ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। তার এই ক্যাপশন এবং ঘনিষ্ঠ ছবিগুলো বুঝিয়ে দিয়েছে, এই সফর কেবল ভ্রমণ নয়, বরং সম্পর্কের গভীরতা উদযাপনের।

নেটিজেনদের মাঝে এই ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। রাজনীতি ও গ্ল্যামার ওয়ার্ল্ডের এই মেলবন্ধন ভক্তদের কাছে বড় চমক হয়ে এসেছে। গত এক বছর ধরেই তাদের বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেলেও, জাপান সফর এবং এই ছবিগুলোর মাধ্যমে জল্পনা এখন বাস্তবে রূপ নিল।