আন্তর্জাতিক

ফ্রান্সে ‘ব্লক এভরিথিং’ বিক্ষোভ: আটক অন্তত ৬৭৫ জন

  প্রতিনিধি 11 September 2025 , 7:45:53 প্রিন্ট সংস্করণ

- ফ্রান্সে ‘ব্লক এভরিথিং’ বিক্ষোভ। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্ব এবং নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা অনলাইনে বিক্ষোভ আহ্বানের পর হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় থাকা ফ্রান্সে চলছে ‘ব্লক এভরিথিং’ আন্দোলন। বুধবার আন্দোলন শুরু হওয়ার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশজুড়ে ৬৭৫ জনকে আটক করা হয়েছে। এখনো ধরপাকড় চলছে বলে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করছে।

অপরদিকে, বিক্ষোভকারীরা দেশজুড়ে স্বাভাবিক কার্যকলাপে বাঁধা দেয়ার পরিকল্পনা নিয়েছে। এ সবস্থায় রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে অন্তত ৮০ হাজার পুলিশ মোতায়েন রয়েছে। ফরাসি সংবাদ সম্প্রচারক ‘বিএফএম’ টিভি জানিয়েছে, ‘ব্লক এভরিথিং’ বিক্ষোভের সময় দেশব্যাপী এসব লোকজনকে আটক করা হয়। এর মধ্যে প্যারিস অঞ্চল থেকেই আটক করা হয়েছে ২৮০ জনকে। বিক্ষোভের ঘটনার পর আটককৃতদের মধ্যে ৫৪৯ জনকে ‘হেফাজতে নেয়া হয়েছে’।

বিজ্ঞাপন

ফ্রান্স আনবোউড (এলএফআই) দলের সমর্থনে আন্দোলন গতি লাভ করে। আন্দোলনের সূত্রপাত হয় একটি ছোট অনলাইন গ্রুপ ‘লেস এসেনটিয়েলস’ থেকে। সেখানে বলা হয়েছে: ‘১০ সেপ্টেম্বর আমরা সবকিছু বন্ধ করে দেব, পালানোর জন্য নয়, না বলার জন্য নয়।’ ইতোমধ্যে ফরাসি ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোও বেয়ারুর বাজেট প্রস্তাবের প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর দেশজুড়ে এক সমাবেশ দিবসের ডাক দিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার জাতীয় পরিষদে আস্থা ভোটে প্রধানমন্ত্রীর পতনের পর ফ্রান্স ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মুখোমুখি হচ্ছে। এরপর মঙ্গলবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। নতুন সরকার গঠনের আগে তাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করার দায়িত্ব দেয়া হয়েছে। ফ্রান্সের বাজেট ঘাটতি ইউরোপীয় ইউনিয়নে অন্যতম বৃহত্তম।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫