• অপরাধ

    শাহজালাল বিমানবন্দরে ১৩০০ গ্রাম সোনাসহ আটক ১

      প্রতিনিধি 23 November 2025 , 11:14:41 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে ১৩০০ গ্রাম স্বর্ণালংকারসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২২ নভেম্বর ) দুপুর ২টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

    এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আলম পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তার দেহ তল্লাশিতে গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা ও পায়জামার ডান পকেট থেকে বিভিন্ন ক্যারেটের (২১, ২২ ও ২৪) মোট ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩,৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    জিজ্ঞাসাবাদে আটক নূরুল আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরভিত্তিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের হয়ে রিসিভার হিসেবে কাজ করছেন। বিদেশি অজ্ঞাত যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনা হতো বলেও জানা যায়।

    এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,
    “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে এপিবিএন সবসময় সতর্ক ও তৎপর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের অভিযানে ধারাবাহিকতা বজায় থাকবে।”

    এপিবিএনের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত বিমানবন্দর থেকে মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

    আটক নূরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫/বি(১)(বি) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:15 PM গানম্যান পেলেন জোনায়েদ সাকিসহ ৩ জন 4:58 PM ব্যাংক ঋণের চড়া সুদের হার, হঠাৎ কমানো সহজ নয়: অর্থ উপদেষ্টা 4:37 PM বিটিভিতে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর ডায়েরি’ 1:55 PM মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান 1:34 PM সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান 1:07 PM ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা 11:44 AM নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা 11:00 AM মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ আটক ৩ 10:57 AM ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত 10:53 AM প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু, প্রথম দিন শুনানি হবে ৭০টি