• জাতীয়

    ভূমিকম্পে মেট্রোরেলের একাধিক স্টেশনে ফাটল

      প্রতিনিধি 22 November 2025 , 4:10:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানী ঢাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মেট্রোরেলের একাধিক স্টেশনে ধরা পড়েছে ফাটল। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ এবং ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনের ফ্লোর, দেয়াল ও টাইলসে নতুন ক্ষতির চিহ্ন উঁকি দিচ্ছে।

    কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে স্পষ্ট ফাটল দেখা গেছে। বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরেছে। পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ ও বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষেও ফাটল পাওয়া যায়।

    মিরপুর ১০ স্টেশনের এক কর্মী জানান, ভেতরের কয়েকটি টাইলসেও ফাটল দেখা দিয়েছে। একই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর ১১, ফার্মগেট ও বিজয় সরণির একাধিক স্টেশন কর্মী।

    বিজ্ঞাপন

    পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করা স্টেশন কন্ট্রোলার প্রথমে ফাটলের তথ্য অস্বীকার করলেও পরে ফাটল দেখালে বলেন, আগেও থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি আগে খেয়াল করিনি।

    ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার হলেও বিকেল থেকে মেট্রোরেল স্বাভাবিকভাবেই চলাচল শুরু করে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যাত্রীরা। তারা বলেন, এত ফাটল থাকার পরও মেট্রোরেল চালানো ঠিক হয়নি। বিপদ ঘটতে কতক্ষণ?

    নোমান নামে এক যাত্রী বলেন, মেট্রোরেল খুব উপকারী। এত ব্যয়ে নির্মিত অবকাঠামোতে এমন ক্ষতি হতাশাজনক। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু করার থাকে না।

    অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ফাটল আমরা দেখেছি। এগুলো গুরুতর নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

    মেট্রোরেল চলাচল নিরাপদ কি না-এমন প্রশ্নে তিনি বলেন, ট্রায়াল রান করে নিশ্চিত হয়েই চলাচল শুরু করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স