• আন্তর্জাতিক

    বাংলাদেশে সুন্নি মুসলিম রাষ্ট্রদূত পাঠাচ্ছে ইরান

      প্রতিনিধি 20 November 2025 , 4:56:56 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বুধবার (১৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন ঢাকার নবনিযুক্ত রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদী।

    সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, জলিল রহিমি ইরানের ১৪তম সরকারের প্রথম কোনো সুন্নি মুসলিম, যাকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইরানের বেশিরভাগ মানুষ শিয়া মুসলিম।

    জলিল দুইবার ইরানের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনেও দায়িত্ব পালন করেছেন।

    এদিন আয়ারল্যান্ডে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত ইসাব আল-হাবিবও আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন।

    ঢাকায় এসে কি কি দায়িত্ব পালন করতে হবে সে ব্যাপারে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশনা দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

    বিজ্ঞাপন

    ইরান ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) শীর্ষ সম্মেলনের ঠিক আগে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বাকৃতি দেয়। এই স্বীকৃতির মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক আদান-প্রদান শুরু হয় এবং সম্পর্ক একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়।

    এই সম্পর্ক কেবল ধর্মীয় ঐক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবেই ইরান বাংলাদেশের চা, চামড়া ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহী। বর্তমানে, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে জ্বালানি, বিশেষ করে পেট্রোলিয়ামজাত পণ্য একটি বড় অংশ জুড়ে রয়েছে। এছাড়া, দুই দেশই দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং আন্তর্জাতিক ইসলামিক ফোরামে বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে অভিন্ন অবস্থান গ্রহণ করে থাকে। অর্থনৈতিকভাবে, ইরান বাংলাদেশের অবকাঠামো নির্মাণ, জ্বালানি সরবরাহ এবং কৃষি উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে, যা আগামীতে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়। সাংস্কৃতিক ক্ষেত্রে, ফার্সি ভাষা ও সাহিত্যের প্রভাব বাংলাদেশের সংস্কৃতিতে দীর্ঘকাল ধরে বিদ্যমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:34 PM বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 10:08 PM গুলশানে শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক 10:06 PM প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৬৪৫ আপিল, শুনানি শুরু শনিবার 9:47 PM বাংলাদেশের বিশ্বকাপ খেলা ইস্যুতে মুখ খুলল ভারত সরকার 9:42 PM তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি 9:39 PM শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে উপচেপড়া ভিড় 7:10 PM চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ 6:49 PM প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: কুড়িগ্রামে ডিভাইসসহ আটক ১০ 6:27 PM বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম 6:15 PM ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে, রাজধানীতে বিক্ষোভ সমাবেশ