• জাতীয়

    শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনীর সহযোগিতা দরকার

      প্রতিনিধি 19 November 2025 , 3:32:21 প্রিন্ট সংস্করণ

    প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
    প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

    বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি অডিটোরিয়ামে কোর্স–২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    অনুষ্ঠানে বাংলাদেশসহ ২৪টি দেশের তরুণ সেনা কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা।

    তিনি আরো বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে জনগণের জন্য সত্যিকারের এক শান্তির উৎসব হিসেবে আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা কাম্য।

    বিজ্ঞাপন

    জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে ড. ইউনূস বলেন, সেই সময়ে সেনাবাহিনী যথাযথ সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার জন্য তিনি বাহিনীর প্রশংসা করেন।

    এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ৩১১ জন সামরিক কর্মকর্তা অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, অর্জিত দক্ষতা তাদের পেশাগত দায়িত্ব পালনে এবং সংকটময় মুহূর্তে প্রয়োজনীয় ভূমিকা রাখতে সহায়ক হবে।

    বাংলাদেশের এক প্রশিক্ষণার্থী বলেন, ডিএসসিএসসির নেতৃত্ব ও কৌশলগত প্রশিক্ষণ দেশ-বিদেশের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সক্ষম করবে। চীনের একজন অফিসার জানান, আন্তর্জাতিক মান বজায় রাখা এই প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের ফলে তাদের পারস্পরিক উপলব্ধি আরও গভীর হয়েছে।

    বাংলাদেশের আরেক অফিসার মন্তব্য করেন, প্রধান উপদেষ্টার বক্তব্য সময়োপযোগী; প্রয়োজনে দেশ রক্ষার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ যেমন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা প্রস্তুত রয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স