• রাজনীতি

    বিদেশিদের সঙ্গে সম্পর্ক হবে ৪ বিষয়ের ওপর ভিত্তি করে

      প্রতিনিধি 6 November 2025 , 2:43:12 প্রিন্ট সংস্করণ

    সংগৃহীত ছবি
    সংগৃহীত ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চারটি বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে। এর মধ্যে রয়েছে, পারস্পরিক সম্মানবোধ, স্বার্থসংশ্লিষ্ট, ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ও অভ্যন্তরীণ বিষয় কেউ হস্তক্ষেপ না করার শর্ত।

    বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান পলিটিক্স এবং পলিসি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    আমীর খসরু বলেন, বিএনপি উচ্চাকাঙ্ক্ষী, কারণ এছাড়া দেশ উন্নত হবে না। এজন্য আমরা ১ কোটি লোকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছি। দায়িত্ব পেলে ডে ওয়ান থেকে কাজ করবে বিএনপি। এ সময় ক্ষমতায় গেলে পেপাল উন্মুক্ত করে দেয়ার কথাও বলেন তিনি।

    তিনি আরও বলেন, তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের সন্তান। তিনি গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন। খালেদা জিয়ার মতো তার সন্তানও গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। যখন কোনও দল সংস্কারের কথা বলার সাহস পায়নি, তখন বিএনপি ৩১ দফা দিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:42 PM ঢাকা আসছেন না ডা. জাকির নায়েক 5:27 PM ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন 4:41 PM আর্জেন্টিনা সহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন 4:03 PM যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে 3:53 PM মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন 2:58 PM পদে বহাল থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনও বাধা নেই 2:43 PM বিদেশিদের সঙ্গে সম্পর্ক হবে ৪ বিষয়ের ওপর ভিত্তি করে 2:23 PM সব বলে দেব,প্রশ্ন করবেন না:পরীমনি 2:06 PM রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে 1:50 PM বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যায় গ্রেপ্তার ৪