• অপরাধ

    বিমানবন্দরে ধরা পরলো ভুয়া কাস্টমস অফিসার

      প্রতিনিধি 3 November 2025 , 6:57:25 প্রিন্ট সংস্করণ

    কাস্টমসের নকল জ্যাকেট পরে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছিলেন
    কাস্টমসের নকল জ্যাকেট পরে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছিলেন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণার সময় এক প্রতারককে হাতেনাতে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (৩ নভেম্বর) সকালে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের পূর্ব পাশের কাস্টমস হাউস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটক ব্যক্তির নাম মো. সবুর খান (২৫)। তিনি কাস্টমসের নকল জ্যাকেট পরে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছিলেন। তার সহযোগী হারেস (৩২) স্বর্ণালঙ্কারসহ পালিয়ে যেতে সক্ষম হয়।

    বিজ্ঞাপন

    এপিবিএন জানায়, রবিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে সবুর ও হারেস নিজেদের কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বাসিন্দা মো. সুমন মিয়া (২৯)-এর কাছ থেকে প্রায় ৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সন্দেহ হলে কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে সবুরকে আটক করে।

    পরে ভুক্তভোগী সুমন মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

    সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বিমানবন্দর এলাকায় কাস্টমস কর্মকর্তা, নিরাপত্তাকর্মী বা এয়ারলাইন স্টাফ পরিচয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছে। অনেক যাত্রী তাদের প্রতারণার শিকার হয়েছেন।

    এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় বিভিন্ন প্রতারকচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এসব চক্রকে চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য। চোরাচালানকারী ও প্রতারকদের কোনো ছাড় দেওয়া হবে না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:15 PM আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল 11:09 PM এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় নির্বাচন করবেন 9:21 PM ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ 9:15 PM জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির মিল্টন 8:04 PM বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় লড়বেন 6:57 PM বিমানবন্দরে ধরা পরলো ভুয়া কাস্টমস অফিসার 6:27 PM যে আসন থেকে লড়বেন তারেক রহমান 6:16 PM বগুড়া, দিনাজপুর ও ফেনী থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া 5:59 PM ২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা 5:49 PM যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬০ হাজার ৮০২ টন গম