
প্রতিনিধি 3 November 2025 , 12:20:05 প্রিন্ট সংস্করণ

জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরার নিমার্ণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
আজ সোমবার (০৩ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ হবে।

এর আগে, প্রথম ও দ্বিতীয় দিন সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আমির হোসেন ও বাসিত খান মুসার বাবা মুস্তাফিজুর রহমান। এর আগে সাক্ষ্যগ্রহণে আমির হোসেন আন্দোলন চলাকালীন সময়ে নিজের গুলিবিদ্ধ হওয়ার নির্মম বর্ননা তুলে ধরেন। বলেন, গুলির ভয়ে তিনি নির্মাণাধীন ভবনের ছাদের ওপর উঠেছিলেন। কিন্তু তিনজন পুলিশ তার পিছু নিয়ে পরপর দুই দফায় তাকে ৬ রাউন্ড গুলি করেন।
গুলিবিদ্ধ হওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন আমির হোসেন। এদিকে, গুলিবিদ্ধ মুসার বাবা জবানবন্দিতে বলেন, তার চোখের সামনেই ছেলেকে ও মাকে গুলিবিদ্ধ হতে দেখেন তিনি। এ ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি চান তিনি।