• আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন, লেবাননে হামলা জোরদার

      প্রতিনিধি 3 November 2025 , 8:22:07 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও, যুদ্ধবিধ্বস্ত গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলের হামলায় উপত্যকাজুড়ে কমপক্ষে ২৩৬ নিহত ও ৬০০ এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

    সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরও তিনজনের মৃত্যুর খবর দিয়েছে গাজার হাসপাতাল সূত্র। এই সময়ে ধসে পড়া ভবনের নিচ থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের হামলায় আহত হয়ে আরও একজন হাসপাতালে মারা গেছেন।

    আল জাজিরা বলছে, সবশেষ উত্তর গাজার শুজাইয়া এলাকায় ইসরাইল ড্রোন হামলায় নিহত হন এক ফিলিস্তিনি। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি যুদ্ধবিরতির সীমানা নির্দেশক ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে তাদের সেনাদের দিকে এগিয়ে গিয়েছিলেন। যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসরাইলি বাহিনী।

    বিজ্ঞাপন

    আন্তর্জাতিক মানবিক সংগঠন রেড ক্রস এবং মিশরীয় টিম, ইয়েলো লাইন পার হয়ে ইসরাইলি জিম্মিদের মরদেহ খুঁজতে প্রবেশ করেছে। হামাস ১৭ জন জিম্মির লাশ হস্তান্তর করেছে এবং ২০ জন জীবিত বন্দিকে মুক্ত করেছে বলে জানিয়েছে সংগঠনগুলো। এরইমধ্যে গাজা থেকে আরও তিন ইসরাইলি জিম্মির মরদেহ দেশে পৌঁছেছে বলেও নিশ্চিত করেছেন নেতানিয়াহু।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এদিকে দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লেবানন নিউজ এজেন্সি (এলএনএ) জানায়, স্থানীয় সময় বিকেল সোয়া ২টার দিকে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা।

    গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তার অভিযোগ, আলোচনার আহ্বানের জবাবে ইসরাইল লেবাননে হামলা জোরদার করেছে।

    এই অবস্থার মধ্যে যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হওয়ার চেষ্টা করলে ইসরাইল চুক্তিভঙ্গের প্রেক্ষিতে প্রতিরক্ষা কর্মসূচি চালাবে বলেও হুশিঁয়ারি দেন তিনি।

    ইসরাইলি হামলা অব্যাহত থাকায় হিজবুল্লাহর সঙ্গে প্রায় এক বছর ধরে চলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:44 PM ৬ নভেম্বর প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে ৯টি দল 3:34 PM মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি, আসামি যারা 3:25 PM নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে ডিবি 3:21 PM ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা 2:39 PM বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে 2:22 PM পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে 1:55 PM ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার 1:41 PM ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৯ 1:28 PM কে কি লিখছে, তাতে যায় আসে না 1:18 PM বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা