• বাণিজ্য

    আন্তঃমোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস: লেনদেনের শুরুতেই ধাক্কা

      প্রতিনিধি 2 November 2025 , 5:27:39 প্রিন্ট সংস্করণ

    এমএফএস প্রতিষ্ঠান-বিকাশ ও নগদ এর লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশে আন্তঃমোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) লেনদেনের উদ্যোগের শুরুতেই বড় ধাক্কা খেলো কেন্দ্রীয় ব্যাংক। দেশের সবচেয়ে বড় দুই এমএফএস প্রতিষ্ঠান-বিকাশ ও নগদ এই সেবায় যুক্ত হতে পারেনি। নিরাপত্তা ঘাটতি জনিত কারণে বিকাশ এবং লাইসেন্স জটিলতায় নগদ এখনো এ প্রক্রিয়ায় যুক্ত হয়নি।

    রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ‘নগদের লাইসেন্স জটিলতার কারণে আপাতত আন্তঃএমএফএস সেবায় নগদকে যুক্ত করা হয়নি। গভর্নর দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে’। এ কারণে বিকাশ আপাতত আন্তঃলেনদেনে অংশ নিতে পারছে না। এজন্য প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৩ মাস সময় চেয়েছে।

    বিজ্ঞাপন

    অপরদিকে, কতগুলো প্রতিষ্ঠান এখন পর্যন্ত আন্তঃএমএফএস লেনদেনে যুক্ত হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে, এ সেবায় পর্যায়ক্রমে ৪২টি ব্যাংক ও সব এমএফএস প্রতিষ্ঠানকে যুক্ত করার কথা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দ্রুত এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। মুখপাত্র বলেন, ‘টেকনোলজি নির্ভর লেনদেন থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই। বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে যাচ্ছে। তাই জ্ঞান ও সক্ষমতা বাড়ানো ছাড়া বিকল্প নেই’।

    এ বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘বিকাশ শুরু থেকেই আন্তঃলেনদেন সেবা চালুর উদ্যোগের সঙ্গে যুক্ত আছে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এ সেবা চালুর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:21 PM মোহাম্মদপুরে সেনা অভিযানে ৭ কিশোর গ্যাং সদস্য আটক 1:02 PM উত্তরায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ 1:00 PM ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার 12:54 PM জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা 12:37 PM ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা 12:30 PM তাসনিম জারার মনোনয়ন বাতিল 12:15 PM আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের 12:04 PM ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন 11:44 AM সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে এমআই এমিরেটস 11:21 AM বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা