প্রতিনিধি 1 November 2025 , 11:44:42 প্রিন্ট সংস্করণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৩৭৮ পিস ইয়াবাসহ মোঃ পান্নু হাওলাদার (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। অভিযুক্ত ব্যক্তি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পান্নুকে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS 142 ফ্লাইটের মাধ্যমে কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে আটক করা হয়। আটক করার পর তার পাকস্থলীতে ইয়াবা পরিবহন করা হচ্ছে বলে সন্দেহ হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়।

এক্স-রে পরীক্ষায় তার পেটে প্রচুর পরিমাণে গোলাকার বস্তুর সন্ধান মেলে। এরপর তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদন করানো হলে ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়, যা খুলে মোট ৬৩৭৮ পিস ইয়াবা উদ্ধার হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোন অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।