প্রতিনিধি 1 November 2025 , 8:23:32 প্রিন্ট সংস্করণ

মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (১ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে। যা ইতোমধ্যে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির দ্বারা অনুমোদিত হয়েছে। এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
৭ সদস্য কমিটির নাম ও দায়িত্বের মধ্যে রয়েছে-স্পোকস পার্সন: ড. মাহদী আমিন, প্রেস: ড. সালেহ শিবলী, টিভি-রেডিও: ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক: ড. জিয়াউদ্দিন হায়দার, অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক: এ কে এম ওয়াহিদুজ্জামান, কনটেন্ট জেনারেশন; ড. সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিং: রেহান আসাদ।