প্রতিনিধি 30 October 2025 , 5:27:02 প্রিন্ট সংস্করণ

সিনিয়র করেসপন্ডেন্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনের শুরুতে সূচক বাড়লেও কার্যদিবসের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
এ দিন সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১২২ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১০৮২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১৯৮৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৪৭৬ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৩ কোটি ৬৪ লাখ ২ হাজার টাকা। মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪১টি কোম্পানির, বিপরীতে ৮১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, সিএসইতে বৃহস্পতিবার ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৬৪ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৮৬ পয়েন্টে।