জাতীয়

নামজারি পদ্ধতি বাতিল, দলিল রেজিস্ট্রিতেই সম্পন্ন হবে নতুন মালিকানা!

  প্রতিনিধি 26 October 2025 , 4:47:38 প্রিন্ট সংস্করণ

নতুন স্বয়ংক্রিয় নামজারি (অটোমেশন) প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রির সঙ্গেই সম্পন্ন হবে নামজারি।
নতুন স্বয়ংক্রিয় নামজারি (অটোমেশন) প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রির সঙ্গেই সম্পন্ন হবে নামজারি।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

দেশের ভূমি ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। বাতিল করা হচ্ছে বর্তমান নামজারি পদ্ধতি—এখন থেকে আলাদা করে নামজারির আবেদন করতে হবে না। নতুন স্বয়ংক্রিয় নামজারি (অটোমেশন) প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রির সঙ্গেই সম্পন্ন হবে নামজারি।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ব্যবস্থা ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি উপজেলায় পরীক্ষামূলকভাবে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এখন তা সারাদেশে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রির সময়ই জমির দাতা ও ক্রেতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হবে—দাতা আসল মালিক কিনা, জমিতে কোনো বিরোধ আছে কিনা, জমাখারিজ বা খতিয়ান হালনাগাদ রয়েছে কিনা—সব তথ্য একসঙ্গে নিশ্চিত করা হবে। যাচাই শেষ হলে দলিল রেজিস্ট্রির সঙ্গে সঙ্গেই ভূমি অফিস থেকে ‘গ্রিন সিগন্যাল’ যাবে, এবং সেই মুহূর্তেই নতুন মালিকের নামে নামজারি সম্পন্ন হবে।

ফলে ভূমি মালিকদের আর আলাদা করে আবেদন, ঘুষ বা দৌড়ঝাঁপ করতে হবে না। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ার ফলে দুর্নীতি ও হয়রানির সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ হবে। আগে যেখানে নামজারি করতে মাসের পর মাস সময় লাগত, এখন একবার দলিল রেজিস্ট্রি করলেই জমির খতিয়ান, হোল্ডিং নম্বর ও খাজনা প্রদানের কাগজপত্র একসঙ্গে পাওয়া যাবে।

ভূমি উপদেষ্টা বলেন, “এই বছরের মধ্যেই ভূমি মালিকরা নতুন স্বয়ংক্রিয় নামজারি ব্যবস্থার সুফল পাবেন। এটি কার্যকর হলে নামজারি সংক্রান্ত দুর্নীতি, দেরি ও হয়রানি চিরতরে বন্ধ হবে।”

নতুন ব্যবস্থাটি বাস্তবায়িত হলে ভূমি অফিসে নামজারি নিয়ে বছরের পর বছর ঝুলে থাকা আবেদন ও জনগণের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ