আইন-আদালত

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার খসড়ায় নীতিগত অনুমোদন

  প্রতিনিধি 25 October 2025 , 5:05:26 প্রিন্ট সংস্করণ

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী বলেছেন, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ কারণে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে’।

শনিবার (২৫ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) এর উদ্যোগে এবং সুপ্রিম কোর্ট-ইউএনডিপির যৌথ অংশীদারিত্বে সুইডেন দূতাবাসের সহায়তায় ‘সুপ্রিম কোর্ট রিপোর্টারদের অনুসন্ধানী সাংবাদিকতা শক্তিশালীকরণ’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। এতে এসআরএফ-এর ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।

হাবিবুর রহমান বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম শক্তিশালী হাতিয়ার। ন্যায়বিচার প্রতিষ্ঠায় জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত বিটের সাংবাদিকরা আমাদের বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের মাধ্যমে জনগণ আদালতের কার্যক্রম, আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয়গুলো সম্পর্কে জানতে পারে।

বিজ্ঞাপন

এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকরা আরও দক্ষ, সচেতন ও পেশাদারভাবে অনুসন্ধানী সাংবাদিকতা পরিচালনা করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রেজিস্ট্রার জেনারেল।

সভাপতির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান। তার ধারাবাহিক অংশ এ কর্মশালা। যেখানে সুপ্রিম কোর্ট, ইউএনডিপি এবং সুইডেন দূতাবাসের সহযোগিতা আমাদের এ উদ্যোগকে সমৃদ্ধ করেছে।

ইউএনডিপি বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা (রুল অব ল’, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি) রোমানা শোয়েগার বলেন, ‘বাংলাদেশ যখন বিচার বিভাগীয় সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, তখন গণমাধ্যমের ভূমিকা হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ সংস্কারের এ যাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা অনুধাবন করেই সাংবাদিকদের জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার ধারাবাহিক আয়োজন শুরু করেছে ইউএনডিপি। সঠিক, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রতিবেদন জনসাধারণের উপলব্ধিকে গঠন করে এবং স্বচ্ছতা বাড়ায়। আপনাদের লেখনিতে রয়েছে সেই শক্তি’।

নিমকোর সহকারী পরিচালক মকবুল হোসাইনের সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত ছিলেন-ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার, পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ুম, কর্মশালার পরিচালক ও ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক, কর্মশালা সমন্বয়ক এবং ইনস্টিটিউটের সহকারী পরিচালক হাফসা আক্তার সোনিয়া প্রমুখ।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ 7:26 PM প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ 7:22 PM ভিকারুননিসার ফলাফল বিপর্যয়, ১৯ দফা দাবি অভিভাবকদের 7:08 PM ‘মন্থা’ কোথায় কখন আঘাত হানবে? 7:05 PM ‘জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত, তালিকা প্রকাশ সোমবার’ 6:55 PM মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে বিস্ফোরক মামলায় অব্যাহতি