প্রতিনিধি 19 October 2025 , 8:45:57 প্রিন্ট সংস্করণ

সাম্প্রতিক সময়ে দেশের ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো তদন্তে, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এসব কথা জানান।
উপদেষ্টা জানান, পরে এই কমিটি ১২ থেকে ১৪ জনে উন্নীত হতে পারে। কমিটি আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। আগুন লাগার ঘটনায় নাশকতা আছে কি না কিংবা আগুন আরও দ্রুত নির্বাপন করা যেত কি না তা তদন্তের পর জানা যাবে। এ ছাড়াও আগুন নির্বাপনে সরকারি সক্ষমতা ও প্রতিষ্ঠানের দায়ও তদন্ত করা হবে।

তিনি আরও বলেন, আগুন লাগার মতো ঘটনাগুলোতে প্রযুক্তিগত সক্ষমতা ও অক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কোথাও সীমাবদ্ধতা আছে কি না তদন্ত করে জানা যাবে। আগুন লাগার ঘটনা তদন্তের ক্ষেত্রে সরকারের কারিগরি ঘাটতি আছে। সিভিল এভিয়েশনের ফায়ার সেফটি ছিল, কিন্তু নির্বাপন করার সক্ষমতা ছিল না।
গত ১৪ অক্টোবর আগুন লাগে মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন এবং পোশাক কারখানায় আগুন লাগে। এতে ১৬ জন প্রাণ হারান। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। টানা ১৭ ঘণ্টা জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সূতার মিলে আগুনের ঘটনা ঘটে।
অপরদিকে, সর্বশেষ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে বন্ধ হয়ে যায় বিমান ওঠানাম। পরে রাত ৯টার দিকে বিমান চলাচল আবারও শুরু হয়। প্রায় ২৭ ঘণ্টা পর রোববার সন্ধ্যায় আগুন পুরোপুরি নির্বাপন করার কথা জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।