জাতীয়

ভারতে ৩ বাংলাদেশিকে হত্যা

  প্রতিনিধি 16 October 2025 , 12:44:30 প্রিন্ট সংস্করণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন অজ্ঞাত পরিচয় বাংলাদেশি নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল ত্রিপুরার খোয়াই জেলার একটি সীমান্তবর্তী গ্রামে গরু চোর সন্দেহে তাদের হত্যা করা হয়। নিহতরা হলেন- জুয়েল মিয়া, সজল মিয়া এবং পণ্ডিত মিয়া। তারা সবাই বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এর আগে ওই তিন বাংলাদেশি নাগরিকের সঙ্গে ভারতীয় গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ভারতীয় নাগরিকও মারাত্মকভাবে আহত হয়েছেন। ত্রিপুরা রাজ্য পুলিশের একজন কর্মকর্তা জানান, খোয়াই জেলার চম্পাহোয়ার থানার অন্তর্গত বিদ্যাবিল এলাকার দুই ভারতীয় বাংলাদেশ সীমান্তের কাছে একটি রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন। এ সময় তারা ওই রাবার বাগানে একটি গবাদি পশুসহ তিন বাংলাদেশি নাগরিককে দেখেন। তাদের চ্যালেঞ্জ করা হলে, সন্দেহভাজন গরু চোররা আক্রমণাত্মক হয়ে ওঠে। এতে দুই ভারতীয় নাগরিক আহত হয়। তারা নিজেদের গ্রামে ফিরে এসে অন্যদের খবর দেয়। এরপর ভারতীয় গ্রামবাসীরা সীমান্ত এলাকায় গিয়ে ওই তিন বাংলাদেশিকে ঘিরে ফেলে। তখনো দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। একপর্যায়ে ভারতীয়রা ওই তিন বাংলাদেশিকে আটক করে। পরে তাদের কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তারা ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। বিদ্যাবিলের আহত দুই ভারতীয় বর্তমানে বেহেলাবাড়ি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে তিনটি লাশ বিজিবির হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ