প্রতিনিধি 12 October 2025 , 4:10:13 প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশেষ জজ আদলতের পাবলিক প্রসিকিউটর (বিশেষ আদালত-৪) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এম আনিছুর রহমান আনিছ।
গত সোমবার (৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সানা মো. মাহ্রুফ সাক্ষরিত এক আদেশে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তার প্রথম কর্মদিবসে তাকে ফুলের শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও অন্যান্য পাবলিক প্রসিকিউটররা।

অ্যাডভোকেট এম আনিছুর রহমান আনিছ বরিশালের হিজলা উপজেলার মুন্সীবাড়ীর দলিলুর রহমানের ছেলে। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সাবেক সহ-সাধারণ সম্পাদক। তাছাড়া তিনি ঢাকা মহানগর বিএনপির আইন সহায়তা সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন।
নবনিযুক্ত পিপি এম আনিছুর রহমান বলেন, দেশের বিচার ব্যবস্থাকে যথাযথভাবে পরিচালনার জন্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। তাই সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন তিনি।