প্রতিনিধি 10 October 2025 , 3:18:02 প্রিন্ট সংস্করণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন মোঃ কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। এদের মধ্যে মোঃ কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর বোর্ডিং ব্রিজ অপারেটর।
জানা গেছে, অভিযানটি অনুষ্ঠিত হয় শুক্রবার (১০ অক্টোবর) রাত ২:২২ মিনিটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ১ নং টার্মিনালের ৩ নং গ্লাস গেইটের সামনে মোঃ কবির হোসেন কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ হাতে দেওয়ার সময় উপস্থিত যাত্রীরা সন্দেহ করেন। এ সময় গোলযোগ সৃষ্টি হলে এপিবিএন ফোর্স তাদেরকে জিজ্ঞাসাবাদে টার্মিনালে নিয়ে আসে।

পুলিশ জানায়, তল্লাশিকালে তিনটি নীল রঙের ছোট ব্যাগের ভিতর থেকে ৪টি গোল্ডবার এবং অন্যান্য স্বর্ণালঙ্কারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণালঙ্কারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছিল।
বিমানবন্দর সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, “আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমন কাজ নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি। বিমানবন্দর ব্যবহার করে চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”