• রাজনীতি

    নওগাঁর সাবেক এমপি ফারুক ঢাকায় গ্রেপ্তার

      প্রতিনিধি 9 October 2025 , 1:21:42 প্রিন্ট সংস্করণ

    মো. ওমর ফারুক সুমন। ছবি : সংগৃহীত
    মো. ওমর ফারুক সুমন। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

    মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাতে নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমন সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

    বিজ্ঞাপন

    এদিকে রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা থেকে সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) ও ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে (২৮) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

    সিটিটিসি সূত্রে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, লাবণ্য ও তার স্বামী চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ সংক্রান্ত দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

    অন্যদিকে, একই দিন দুপুর ২টা ২৫ মিনিটে সিটি সাইবার ক্রাইম ইউনিটের একটি দল শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে আমির হামজাকে গ্রেপ্তার করে। জানা যায়, ছাত্রলীগ নেতা আমির হামজা গত ২৪ সেপ্টেম্বর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে সংগঠনের বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন এবং তা ফেসবুক লাইভে প্রচার করেছিলেন। গ্রেপ্তারকৃত উভয় ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:28 AM আজ বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা 11:56 PM জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর জয় 10:57 PM রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা 8:17 PM জকসু নির্বাচন: গণনায় নাটকীয় মোড়, ভিপি পদে ৮০ ভোটে এগিয়ে ছাত্রশিবির 7:44 PM নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর-সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা 7:05 PM উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান 6:52 PM খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ 6:30 PM ১১ দিন কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ-জুলাইযোদ্ধা সুরভীর 6:02 PM ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ 5:55 PM আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম