প্রতিনিধি 8 October 2025 , 7:21:58 প্রিন্ট সংস্করণ

‘গরু নেই, তাই ৩৫ বছর ধরে বুক দিয়ে ঘানি টানছেন মোস্তাকিন’ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। এরপর অনেকেই নগদ অর্থ, চাল-ডাল ও কাপড়সহ নানা উপকরণ নিয়ে ছুটে যান মোস্তাকিনের বাড়িতে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পাশে দাঁড়াচ্ছেন এই সংগ্রামী বৃদ্ধ ও তার পরিবারের। বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর সরকার এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, নীলফামারী জেলার কিশোরগঞ্জে প্রায় ৩ যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৫৬ বছর বয়সী বৃদ্ধ মোস্তাকিন আলী। দীর্ঘ এ সংগ্রামে তার পাশে ছিলেন স্ত্রী ছকিনা বেগম। তারেক রহমান সংবাদটি জানার পর দলের পক্ষ থেকে দ্রুত সহায়তার নির্দেশ দেন।

জেলা বিএনপির সভাপতি বলেন, ‘সংবাদটি ভাইরাল হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মোস্তাকিন আলীকে সহায়তা দিতে বলেন। তার নির্দেশে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের অন্যান্য নেতারা কিশোরগঞ্জে গিয়ে মোস্তাকিনের হাতে দুটি অটোরিকশা ও নগদ অর্থ তুলে দেবেন’।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, ‘গরিব ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। মোস্তাকিনের মতো পরিশ্রমী মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত’।
অপরদিকে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কষ্টের সময় শেষে জীবনে পরিবর্তন আসায় আবেগ-আপ্লুত মোস্তাকিন জানান, ‘জীবনে কখনো ভাবিনি এমনভাবে পরিবর্তন আসবে। যারা আমাকে সাহায্য করছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন’।
এছাড়াও, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাকিন আলীকে ৪ বান্ডিল টিন, ১ মণ সরিষা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেছেন। আর স্থানীয় এক ব্যক্তি ইতোমধ্যে মোস্তাকিনের পুরোনো ছাপড়া ঘরের পাশে একটি টিনের ঘর নির্মাণ করে দিচ্ছেন। ঘরের পাশে বসানো হচ্ছে একটি বিদ্যুৎচালিত তেলের ঘানি মেশিন। ফলে আর বুকের জোরে নয়, এবার মেশিনের শক্তিতেই চলবে তার ঘানি।