আন্তর্জাতিক

‌‘চুল ধরে টেনে নেওয়া হয়’ গ্রেটা থুনবার্গকে, পাঠানো হলো স্লোভাকিয়ায়

  প্রতিনিধি 6 October 2025 , 11:59:39 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পরিবেশ ও মানবাধিকার আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে দেশ থেকে স্লোভাকিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে তিনি এবং শতাধিক অন্য কর্মী গাজার উদ্দেশে একটি সহায়তামূলক ফ্লোটিলার মাধ্যমে যাওয়ার চেষ্টা করায় আটক হন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ (পূর্বে টুইটার) জানিয়েছে, সোমবার ১৭০ এর বেশি কর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে থুনবার্গ এবং আরও দুই নারীর ছবি প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই গ্রুপের মধ্যে মোট ১৯টি দেশের নাগরিক ছিলেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স উল্লেখযোগ্য। মন্ত্রণালয় কর্মীদের সহায়তামূলক ফ্লোটিলাকে “উদ্দীপক” হিসেবে উল্লেখ করে বলেছে।

বিজ্ঞাপন

তবে অনেক সাংবাদিক ও কর্মী অভিযোগ করেছেন যে, থুনবার্গকে আটককালে অমানবিক আচরণ করা হয়েছে। তুর্কি সাংবাদিক এরসিন সেলিক আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, “আমাদের চোখের সামনে ছোট গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল এবং তাকে ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল।”

দ্য গার্ডিয়ান জানায়, তেল আবিবে সুইডেনের রাষ্ট্রদূতাবাস জানিয়েছে, থুনবার্গ অভিযোগ করেছেন যে, “কঠোর আচরণ” করা হয়েছে এবং পর্যাপ্ত খাবার বা পানি দেওয়া হয়নি। তবে ওয়েস্ট জেরুসালেম এসব অভিযোগকে “নির্লজ্জ মিথ্যা” বলে অস্বীকার করেছে।

প্রায় ৫০টি নৌযান নিয়ে ৪০০-এরও বেশি কর্মী শুক্রবার গাজার সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করার সময় ইসরায়েলি নৌবাহিনী আটক করে। এর মধ্যে ১৩০-এর বেশি কর্মী সপ্তাহান্তে তুরস্কে বহিষ্কৃত হন।

বেশিরভাগ আটককৃতকে নেগেভ মরুভূমির কেটসিওত কারাগারে নেয়া হয়। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন-গভির বলেছেন, তিনি আটককৃতদের কঠোর অবস্থার জন্য “গর্বিত”।

ওয়েস্ট জেরুসালেমের এই পদক্ষেপ ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং অন্যান্য অঞ্চলে বিক্ষোভের ঢেউ সৃষ্টি করেছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ