প্রতিনিধি 5 October 2025 , 9:09:07 প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত “পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল।
বালক বিভাগে সর্বশেষ ২০২৩ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল সানিডেইল। ওদিকে বালিকা বিভাগে ২০১৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল সানিডেইল। এরপর এক যুগ পর আবারও শিরোপা ফিরে পেল স্কুলটি। দুই বিভাগেই একই সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে স্কুলটি।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ (রবিবার) বালক বিভাগের ফাইনালে সানিডেইল ২৩-১৭গোলে হারিয়েছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-০৭ গোলে এগিয়ে ছিল।

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সানিডেইল ১৪-১২ গোলে হারিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে। ভিকারুননিসা প্রথমার্ধে ০৭-০৫ গোলে এগিয়ে ছিল।
ভিকারুননিসা নূন মেয়েদের স্কুল হ্যান্ডবলে বরাবর দাপট দেখিয়ে এসেছে। সর্বশেষ ৭টি আসরে ভিকারুননিসা নূন স্কুল চ্যাম্পিয়ন। রবিবারও এক সময় ভালো খেললেও সানিডেইলের মেয়েদের সঙ্গে আর পেরে ওঠেনি।

বালক বিভাগে ঢাকা গভ: মুসলিম হাইস্কুলের মাহি প্রতিযোগিতার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। বালিকা বিভাগে সেরা গোলরক্ষক হয়েছেন ভিকারুননিসার আনজুম।

বালক বিভাগে সানিডেইল এর আহিয়ান আহমেদ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বালিকা বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেইল এর রাহা।

বালক বিভাগে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ ৩য় এবং ঢাকা গভ: মুসলিম হাই স্কুল ৪র্থ স্থান এবং বালিকা বিভাগে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ৩য় এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় ৪র্থ স্থান অর্জন করেন।
ফাইনালে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি মো: মজনু মোল্লাহ স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা মো: জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য ও আয়োজক কমিটির আহবায়ক গোলাম হাবীব, ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আব্দুল্লাহ আল মামুন।