আন্তর্জাতিক

প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

  প্রতিনিধি 4 October 2025 , 11:17:59 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী ৮ ও ৯ অক্টোবর দুদিনের সরকারি সফরে ভারতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। শনিবার (৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আগামী ৮ অক্টোবর দিল্লিতে পৌঁছানোর পর ৯ অক্টোবর তিনি মুম্বাই সফর করবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত-যুক্তরাজ্য কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি পর্যালোচনা করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে ১০ বছর মেয়াদী ‘ভিশন ২০৩৫’ রোডম্যাপের আলোকে দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং জনগণের মাঝে সম্পর্ক জোরদার করার কর্মসূচি নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

এছাড়া, তারা ভারত-যুক্তরাজ্য অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির (সিইটিএ) সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসায়ী ও শিল্পখাতের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হবে।

পরে নরেন্দ্র মোদি ও কিয়ার স্টারমার মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফিনটেক ফেস্টের ষষ্ঠ আসরেও যোগ দেবেন এবং মূল বক্তব্য দেবেন।

গত জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লন্ডন সফরের সময় ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে তৈরি পোশাক থেকে শুরু করে মদ এবং গাড়িসহ বিভিন্ন পণ্যে শুল্ক হ্রাস ও ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছিল। প্রায় তিন বছর ধরে ধাপে ধাপে চলা আলোচনার পর চলতি বছরের মে মাসে চুক্তিটি চূড়ান্ত হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য টানাপড়েনের মধ্যে দ্রুত যুক্তরাজ্যের সঙ্গে এই চুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ