প্রতিনিধি 4 October 2025 , 8:42:55 প্রিন্ট সংস্করণ

সিডনি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো-২০২৫। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান।
এক্সপোতে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং উদ্ভাবনী অংশীদারত্ব জোরদার করার জন্য ৩ হাজারেরও বেশি পেশাদার শিল্প মালিক এবং শিক্ষাবিদ একত্রিত হন। অনুষ্ঠানে বিশেষজ্ঞদের নেতৃত্বে সেমিনার, সেক্টর প্রদর্শনী এবং টেক্সটাইল, আইটি, শিক্ষা, কৃষি, খাদ্য, চামড়া এবং ওষুধশিল্পের ওপর দৃষ্টি এবং নেটওয়ার্কিং সুযোগগুলো অন্তর্ভুক্ত ছিল।

সবুর খান এক্সপো শুরুর আগে সেখানে একটি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন অধিবেশনে বক্তৃতা করেন। এ সময় সেখানে ম্যাককোয়রি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিয়োগ বিষয়ক পরিচালক তানভীর শহীদ, ইনভেস্টমেন্ট এনএসডব্লিউর সহযোগী পরিচালক (স্টাডি) ভিকি ক্লেয়ার এবং অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) প্রোগ্রাম ম্যানেজার-বাংলাদেশ মেঘা গুপ্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
ড. খান তার বক্তব্যে উচ্চশিক্ষায় বাংলাদেশের রূপন্তরের ওপর জোর দেন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার জন্য ৪টি অগ্রাধিকারমূলক ক্ষেত্র তুলে ধরেন। তিনি যৌথ ডিগ্রি প্রোগ্রাম, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এবং অনুষদ সদস্য বিনিময়ের মাধ্যমে শিক্ষা রপ্তানি সম্প্রসারণের কথা বলেন। এ ছাড়াও বাংলাদেশের দ্রুত বর্ধনশীল আইটি- আউটসোর্সিং এবং এডটেক সেক্টরকে কাজে লাগিয়ে প্রযুক্তি বাণিজ্য বৃদ্ধি; স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু স্থিতিস্থাপকতা টেকসইয়ের ওপর জোর দেন।