বাণিজ্য

বিজনেস এক্সপো: বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সবুর খান

  প্রতিনিধি 4 October 2025 , 8:42:55 প্রিন্ট সংস্করণ

এবিবিএফ-এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সবুর খান। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সিডনি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো-২০২৫। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এক্সপোতে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং উদ্ভাবনী অংশীদারত্ব জোরদার করার জন্য ৩ হাজারেরও বেশি পেশাদার শিল্প মালিক এবং শিক্ষাবিদ একত্রিত হন। অনুষ্ঠানে বিশেষজ্ঞদের নেতৃত্বে সেমিনার, সেক্টর প্রদর্শনী এবং টেক্সটাইল, আইটি, শিক্ষা, কৃষি, খাদ্য, চামড়া এবং ওষুধশিল্পের ওপর দৃষ্টি এবং নেটওয়ার্কিং সুযোগগুলো অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন

সবুর খান এক্সপো শুরুর আগে সেখানে একটি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন অধিবেশনে বক্তৃতা করেন। এ সময় সেখানে ম্যাককোয়রি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিয়োগ বিষয়ক পরিচালক তানভীর শহীদ, ইনভেস্টমেন্ট এনএসডব্লিউর সহযোগী পরিচালক (স্টাডি) ভিকি ক্লেয়ার এবং অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) প্রোগ্রাম ম্যানেজার-বাংলাদেশ মেঘা গুপ্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ড. খান তার বক্তব্যে উচ্চশিক্ষায় বাংলাদেশের রূপন্তরের ওপর জোর দেন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার জন্য ৪টি অগ্রাধিকারমূলক ক্ষেত্র তুলে ধরেন। তিনি যৌথ ডিগ্রি প্রোগ্রাম, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এবং অনুষদ সদস্য বিনিময়ের মাধ্যমে শিক্ষা রপ্তানি সম্প্রসারণের কথা বলেন। এ ছাড়াও বাংলাদেশের দ্রুত বর্ধনশীল আইটি- আউটসোর্সিং এবং এডটেক সেক্টরকে কাজে লাগিয়ে প্রযুক্তি বাণিজ্য বৃদ্ধি; স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু স্থিতিস্থাপকতা টেকসইয়ের ওপর জোর দেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ