জাতীয়

প্রতিদিন দেড় হাজার ভিসা দিচ্ছে ভারত, প্রতারণা থেকে সাবধান!

  প্রতিনিধি 2 September 2025 , 11:16:06 প্রিন্ট সংস্করণ

- ভারতীয় ভিসা। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বাংলাদেশে থাকা ভারতের ৫টি কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার ভিসা ইস্যু করছে দেশটি। এসব ভিসা মুলত জরুরি মেডিকেল, ব্যবসা, শিক্ষা ও ডাবল এন্ট্রি বিষয়ে ইস্যু করা হচ্ছে। তবে ভ্রমণ বা ট্যুরিস্ট ভিসা দেয়া স্থগিত রয়েছে। 

অপরদিকে, সাম্প্রতিক সময়ে ভারতীয় ভিসা প্রাপ্তিকে ঘিরে বেশ কিছু প্রতারক চক্র গড়ে ওঠেছে। তাদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় ভিসা কতৃপক্ষ।

ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশী নাগরিকদের সবচেয়ে বেশি ভিসা ইস্যু করছে ভারত। ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন পর্যটন ভিসা ব্যতীত সকল বিভাগে প্রায় ১ হাজার ৫শ ভারতীয় ভিসা ইস্যু করা হয়। আর এ ক্ষেত্রে চিকিৎসা এবং জরুরি ভিসা অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়া করা হচ্ছে’।

বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশ জুড়ে ভিসা এজেন্ট এবং দালালদের একটি চক্র গড়ে উঠেছে। এর মধ্যে ঢাকা ও রাজশাহীতে এই চক্রের ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে। এই দালাল চক্র ভিসা আবেদন পোর্টালে কৃত্রিমভাবে চাপ তৈরি করছে, ফলে প্রকৃত আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া কঠিন হচ্ছে।

এসব অপরাধী এজেন্ট আবেদনকারীদের নামে ভারতের হাসপাতালের ভুয়া কাগজপত্র, বিদেশি দূতাবাসের ভূয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার-বিমান টিকেট-ব্যাংক বিবরণী জমা দিচ্ছে। এসব ক্ষেত্রে জরুরি প্রয়োজনীয় ভিসা আবেদনও রিফিউজ হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, ‘ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো এই ধরণের অপরাধ বন্ধ করার জন্য ক্রমাগতভাবে প্রযুক্তিগতভাবে ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করছে। আর যে কোনো জরুরি পরিস্থিতিতে হেল্পলাইনের মাধ্যমে ভিসা আবেদন জমার ব্যবস্থা করা হয়েছে’।

তবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালু করা হতে পারে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি