জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‍্যাবের ২৮১ টহলদল মোতায়েন

  প্রতিনিধি 26 September 2025 , 3:52:34 প্রিন্ট সংস্করণ

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় সব ধরনের ঝুঁকি বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়েন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীটি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‌্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গাপূজার প্রধান বৈশিষ্ট্য। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে র‌্যাব।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে সারাদেশে সর্বমোট ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নসমূহের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজাকে কেন্দ্র যে কোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে। এ ছাড়া ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। র‌্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোনো তথ্য পেলে সে সম্পর্কে র‌্যাব ফোর্সেসকে অবহিত করুন। এ ছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য র‌্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, আগের বছরগুলোর মতো এ বছরও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে এবং সবাই উৎসব মুখরভাবে পূজা উদযাপন করবে। র‌্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ