জাতীয়

কক্সবাজারে পুলিশ সদস্যের পিতাকে গুলি করে হত্যা: গ্রেফতার ১

  প্রতিনিধি 23 September 2025 , 7:05:18 প্রিন্ট সংস্করণ

জয়নালের স্বীকারোক্তি অনুযায়ী আসামি আক্কাসকে গ্রেফতার করা হয়
জয়নালের স্বীকারোক্তি অনুযায়ী আসামি আক্কাসকে গ্রেফতার করা হয়
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরে পুলিশ কনস্টেবলের বাবা মনির আহমদ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত আসামি মো. আক্কাস (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

গত বছরের ৩ নভেম্বর রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে মহেশখালীর পাট্টাছড়ি ঘোনায় মনির আহমদকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে প্রায় তিন ঘণ্টা পর তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মহেশখালী থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনকে আসামি করা হয়।

প্রথমে থানা পুলিশ দীর্ঘ নয় মাস তদন্ত চালায়। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয় এবং ছয়জন আদালতে আত্মসমর্পণ করে। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই কক্সবাজার জেলার হাতে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রিয়াজ উদ্দীন চৌধুরী আদালতের অনুমতিতে প্রধান আসামি জয়নাল আবেদীনকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জয়নাল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরিকল্পনার তথ্য দেন। তার স্বীকারোক্তি অনুযায়ী গত ২১ সেপ্টেম্বর আসামি আক্কাসকে গ্রেফতার করা হয়।

পিবিআই তদন্তে বেরিয়ে আসে, জয়নাল আবেদীনের সঙ্গে ভিকটিম মনির আহমদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে ২০২৪ সালের ৩ নভেম্বর গভীর রাতে ১০-১১ জন সহযোগী নিয়ে মনির আহমদের মাছের প্রজেক্টে হামলা চালানো হয়। এ সময় আসামি আফসার মনিরকে গুলি করলে তিনি নিহত হন। পরে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জয়নাল নিজেই ভিকটিমকে হাসপাতালে নিয়ে যায়।

পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ