• জাতীয়

    ৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রায় ১৬ হাজার

      প্রতিনিধি 19 January 2026 , 9:21:38 প্রিন্ট সংস্করণ

    প্রতীকী ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শেষ হয়েছে। সবমিলিয়ে ১৬ হাজারের মতো প্রার্থী নিয়োগ পেতে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) তিনি এই তথ্য জানান।

    এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে মোট আবেদনকারীর সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি। টেলিটক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তথ্য জানায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই গণবিজ্ঞপ্তিতে প্রায় ১৫ থেকে ১৬ হাজার প্রার্থী আবেদন করেছেন।’

    এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘আবেদনসংক্রান্ত চূড়ান্ত তথ্য টেলিটক থেকে পাওয়ার পর বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হবে। বর্তমানে আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।’

    বিজ্ঞাপন

    ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি জানান, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর শূন্য পদের তথ্য সংগ্রহ শেষে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

    তিনি আরো বলেন, ‘১৯তম নিবন্ধনের জন্য সিলেবাস এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। এই প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

    রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হওয়ার পরপরই অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন আমিনুল ইসলাম।

    তিনি বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন হলে দ্রুততম সময়ের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

    আগামী মার্চ মাসে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ শেষ হলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

    ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মার্চের মধ্যেই ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হতে পারে’, যোগ করেন এনটিআরসিএ চেয়ারম্যান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:21 PM ৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রায় ১৬ হাজার 9:14 PM চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত 8:50 PM ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার 7:41 PM ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক 6:58 PM ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ বৈষম্যমুক্ত হবে : প্রধান উপদেষ্টা 6:21 PM আশ্বস্ত হয়ে ইসি ছাড়ল ছাত্রদল 4:50 PM অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই: অর্থ উপদেষ্টা 4:31 PM শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত 3:26 PM বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান 3:14 PM শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত