• রাজনীতি

    ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

      প্রতিনিধি 19 January 2026 , 10:37:56 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ম্যাজিস্ট্রেটকে হুমকি এবং জনসমক্ষে ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শনের অভিযোগে তাকে এই তলব করা হয়েছে।

    আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

    চিঠিতে বলা হয়, চলতি জানুয়ারি মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় একটি নির্বাচনী সভা করেন রুমিন ফারহানা। সেখানে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের উপস্থিতিতে একটি বড় স্টেজ নির্মাণ করে মাইক ব্যবহার করে বক্তব্য দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তার মতে, এ আয়োজন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর সরাসরি লঙ্ঘন।

    চিঠিতে আরও উল্লেখ করা হয়, সভাস্থলে মোবাইল কোর্ট পরিচালনার সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বলেন,

    বিজ্ঞাপন

    “আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।”

    রিটার্নিং কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ওই সময় জনসমক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখান রুমিন ফারহানা। পাশাপাশি তার কর্মী-সমর্থকদের আচরণও ছিল মারমুখী। এতে বিচারিক কাজে বাধা সৃষ্টি হয় এবং পরিস্থিতি ‘মব’ বা গণজমায়েতের রূপ নেয়, যা নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

    চিঠিতে বলা হয়, ঘটনার ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার স্বার্থে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে অথবা তার আগেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তার অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে।

    উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:37 AM ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব 10:26 AM ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে স্পেন, নিহত অন্তত ২১ 9:56 AM ৫০তম বিসিএস নিয়ে সরকারের নতুন প্রজ্ঞাপন 9:28 AM গাজার ‘শান্তি পর্ষদে’ পাকিস্তানকে আমন্ত্রণ 9:01 AM স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১ 8:44 AM হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ 8:30 AM জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ 7:39 PM শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান 7:39 PM মাদারীপুরে ইজিবাইক-যাত্রীবাহী বাস দুর্ঘটনা: ৬ জনের মৃত্যু 7:31 PM ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থী ডা. এস.এম. খালিদুজ্জামান