• অপরাধ

    রাজধানীর পল্লবী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তলসহ আটক ১

      প্রতিনিধি 14 January 2026 , 12:41:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানীর পল্লবী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সেনাবাহিনী সূত্রে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযান দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে।

    বিজ্ঞাপন

    অভিযান চলাকালে মোঃ ইউনুস (৪০) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।পরবর্তীতে তার দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল পরীক্ষা করে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড এমুনিশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    সেনাবাহিনী সূত্রে আরও জানানো হয়, আটককৃত ব্যক্তি অবৈধ অস্ত্র বহন ও সংরক্ষণের সঙ্গে জড়িত ছিল কি না, সে বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।একই সঙ্গে অপরাধ দমনে জনসাধারণকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদান করার জন্য।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:41 PM রাজধানীর পল্লবী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তলসহ আটক ১ 12:14 PM থাইল্যান্ডে ট্রেনের উপর ক্রেন ভেঙে নিহত অন্তত ২২ 11:43 AM যে কারণে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা 11:19 AM আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ 10:58 AM বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের 10:43 AM বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে, ছবি তুলতে মানতে হবে যেসব নিয়ম 7:39 PM গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান 7:01 PM মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 6:41 PM জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন 6:40 PM আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ