• রাজনীতি

    ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের বিজয়, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’

      প্রতিনিধি 9 January 2026 , 4:36:19 প্রিন্ট সংস্করণ

    মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় এবং জনপ্রিয়তার কারণ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘জোর দিয়ে বলতে চাই, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন-জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না’। শুক্রবার (৯ জানুয়ারি) সকালের ঠাকুরগাওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

    বিজ্ঞাপন

    মির্জা ফখরুল বলেন, ‘তবে এটি একটি গবেষণার বিষয়। ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন কোনো কাজ করতে পারেনি। বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে, তার প্রেক্ষিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব, সরকার দায়িত্বশীল কার্যকর পদক্ষেপ নেবে’।

    ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের এটি একটি ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি মাতৃভূমিতে এসেছেন, নিজের দেশে ফিরেছেন, তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত এবং ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।

    উল্লেখ্য, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদসহ ১৬টি পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেল’। এ ছাড়া ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ৪ টি ও স্বতন্ত্র একটি পদে জয় পেয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:36 PM ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের বিজয়, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’ 4:18 PM সমগ্র ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন! 4:09 PM সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা 4:05 PM টানা দুই দফা বৃদ্ধির পর কত কমল স্বর্ণের দাম? 4:01 PM ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ৪ 3:54 PM নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন 8:02 PM কুমিল্লা-৪ আসন: ‘নির্বাচন করতে পারবেন না, বিএনপি প্রার্থী মঞ্জুরুল’ 7:38 PM সুপ্রিম কোর্টে দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: অফিস আদেশ 7:29 PM মুসাব্বির হত্যার ঘটনা: সারাদেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি 6:56 PM অত্যাবশ্যক তালিকায় নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ