• অপরাধ

    ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী ভারতের কলকাতায়

      প্রতিনিধি 7 January 2026 , 2:50:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী কলকাতায় আত্মগোপনে রয়েছেন। দেশের একটি বেসরকারি টেলিভিশনের এক অনুসন্ধানে এ তথ্য উঠে আসে।

    যদিও হাদি হত্যা মামলার আসামিরা ভারতে অবস্থান করছেন-এমন তথ্য ভারতীয় কর্তৃপক্ষ স্বীকার করেনি, তবে অনুসন্ধানে জানা যায়, কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি এলাকার মেঠোপাড়া ঝনঝন গলির একটি চারতলা ভবনের প্রথম তলার এ–থ্রি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন তাজুল ইসলাম। তার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের আরও চার থেকে পাঁচজন কর্মী, যাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

    বিজ্ঞাপন

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় পুলিশ পরিচয়ে আত্মগোপনে রয়েছেন তাজুল। প্রায় এক বছরের বেশি সময় ধরে তারা ওই ঠিকানায় অবস্থান করছেন। তবে সরেজমিনে ওই ফ্ল্যাটে পৌঁছালে আত্মগোপন করেন তাজুল ইসলাম।

    এ সময় ফ্ল্যাটটিতে অবস্থানরত দলীয় কর্মী শেরে বাংলা থানা এলাকার যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জল ও মোহাম্মদ সাজিবুল ইসলাম জানান, “তাজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই। আপনি নম্বর দিয়ে যান, তাকে ফোন করতে বলবো। আমাদের বিরুদ্ধে হাদি হত্যা মামলায় কোনো অভিযোগ নেই। বাপ্পী ভাইয়ের বিরুদ্ধে মামলা রয়েছে, তবে সেটি মিথ্যা মামলা।”

    এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:33 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 6:10 PM বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি 5:47 PM গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন 4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা 2:47 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ 1:41 PM সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 1:22 PM যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ