
প্রতিনিধি 4 January 2026 , 1:26:30 প্রিন্ট সংস্করণ

রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের ব্লকেড কর্মসূচিতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে ও অবৈধ সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে এই কর্মসূচি শুরু হয়।

পরে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ প্রথম জলকামান ব্যবহার করে। এরপর লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কয়েকজনকে আটকও করে পুলিশ। পরে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা।
তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, মুঠোফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে কয়েকজন আটক করা হয়।