• জাতীয়

    ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ

      প্রতিনিধি 28 December 2025 , 3:44:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করা হয়েছে।

    রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই শাহবাগ এলাকায় মানুষের ঢল নামে। ধীরে ধীরে সেখানে জমে ওঠে বিক্ষোভকারীদের উপস্থিতি।

    প্রথমে বেলা ১১টার দিকে কর্মসূচি ঘোষণা করা হলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনার পর তা পরিবর্তন করে দুপুর ২টায় বিক্ষোভ ও অবস্থান অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিজ্ঞাপন

    গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় হাদি গুলিবিদ্ধ হন। জুমার নামাজ শেষে প্রচার কার্যক্রম শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে ফয়সাল করিম মাসুদ ও তার অজ্ঞাত সহযোগী চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।

    গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

    ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা করেন। মামলায় হত্যাচেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়।

    আপনি চাইলে আমি এটাকে আরো সংক্ষিপ্ত, খবরের শিরোনামধর্মী, সোশ্যাল মিডিয়া পোস্ট উপযোগী বা প্রিন্ট নিউজ স্টাইলেও সাজিয়ে দিতে পারি।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন 6:41 PM মুস্তাফিজকে বাদ দেয়াসহ আইসিসির ৩ সুপারিশ 6:38 PM চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ 5:21 PM ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নেই: ক্রীড়া উপদেষ্টা 4:57 PM স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে 4:55 PM টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন 4:52 PM দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল