প্রতিনিধি 16 September 2025 , 3:01:24 প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত সোমবার (১৫ সেপ্টেম্বর ) রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ট্রাফিক বিভাগ একদিনেই ২১৫২টি মামলা করেছে।

অভিযান চলাকালে ৩১৬টি গাড়ি ডাম্পিং এবং ১২৭টি গাড়ি রেকার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও সড়ক দুর্ঘটনা রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।