
প্রতিনিধি 27 December 2025 , 3:15:49 প্রিন্ট সংস্করণ

রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় সমাবেশের ফলে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। একই সঙ্গে এলাকায় লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত ঢাকা -১৬ আসনের প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।


সমাবেশ শেষে সৃষ্ট ক্ষয়ক্ষতি মেরামত এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য ও আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেন।
স্থানীয়রা বিএনপির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।