• রাজনীতি

    নির্বাসন থেকে দেশে ফেরার পথে: তারেক রহমানের সম্ভাবনা

      প্রতিনিধি 24 December 2025 , 12:01:08 প্রিন্ট সংস্করণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ক্যপ্টে’ন্স টিভি
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ক্যপ্টে’ন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বের রাজনীতিতে বহু নেতা নির্বাসন থেকে দেশে ফিরে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। নেপোলিয়ন বোনাপার্ট, চার্লস দ্য গল, আয়াতুল্লাহ খোমেনি, হুয়ান পেরন এবং বেনজির ভুট্টো সেই ইতিহাসের উদাহরণ। এখন বাংলাদেশে আলোচনার কেন্দ্রে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    তারেক রহমান প্রায় ১৮ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ২০০৭ সালের রাজনৈতিক সংকটের পর তিনি দেশত্যাগ করেন এবং সেখান থেকে বিএনপির নেতৃত্ব চালিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে তার দেশে ফেরা নিয়ে জোরালো আলোচনা চলছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।

    ইতিহাসের দৃষ্টান্ত

    • নেপোলিয়ন বোনাপার্ট (ফ্রান্স): ১৮১৪ সালে পরাজিত হয়ে এলবা দ্বীপে নির্বাসিত হন। ১৮১৫ সালে দেশে ফিরে শতদিনের শাসন করেন।
    • চার্লস দ্য গল (ফ্রান্স): দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে নির্বাসিত ছিলেন। ১৯৪৪ সালে দেশে ফিরে প্রোভিশনাল সরকারের প্রধান হন। পরে ১৯৫৮ সালে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় ফেরেন।
    • আয়াতুল্লাহ খোমেনি (রুহুল্লাহ খোমেনি) (ইরান): ১৯৬৪ সালে নির্বাসিত হন। ১৯৭৯ সালে দেশে ফিরে ইসলামি বিপ্লব সম্পন্ন করেন এবং সর্বোচ্চ নেতা হন।

    বিজ্ঞাপন
    • বেনজির ভুট্টো (পাকিস্তান): ১৯৭৭ সালে নির্বাসিত হন। ১৯৮৮ সালে দেশে ফিরে প্রধানমন্ত্রী হন এবং ১৯৯৩ সালে পুনরায় ক্ষমতায় আসেন।
    • হুয়ান পেরন (আর্জেন্টিনা): ১৯৫৫ সালে নির্বাসিত হন। ১৯৭৩ সালে দেশে ফিরে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
    • মোহাম্মদ V (মরক্কো): ১৯৫৩ সালে নির্বাসিত হন। ১৯৫৫ সালে দেশে ফিরে রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এবং ১৯৫৬ সালে মরক্কো স্বাধীনতা অর্জন করে।

    তারেক রহমান ও সম্ভাবনা

    বিশ্ব ইতিহাস প্রমাণ করেছে যে, নির্বাসন অনেক নেতার প্রভাবকে কমায়নি; বরং অনেক সময় তা তাদের শক্তি ও প্রভাবকে আরও দৃঢ় করেছে। নেপোলিয়ন, খোমেনি ও ভুট্টোদের মতো, তারেক রহমানও দীর্ঘ সময় বিদেশে থাকলেও বিএনপির নেতৃত্বে সক্রিয় থেকেছেন। দলের ভেতরে সমর্থন ও রাজনৈতিক প্রত্যাশা থাকায় তার দেশে ফেরার সম্ভাবনা এবং রাজনৈতিক প্রভাব পুনর্দখলের পথ উন্মুক্ত।


    নেপোলিয়নের সামরিক দূরদর্শিতা, খোমেনির ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব, চার্লস দ্য গলের গণতান্ত্রিক নেতৃত্ব-সবমিলিয়ে তারা ইতিহাসে নির্বাসন থেকে ফেরার মাধ্যমে ক্ষমতা পুনর্দখল করেছেন। তারেক রহমানও বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভাব্য এই পথে হাঁটার জন্য প্রস্তুত, যা তাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে তুলনীয় করে তোলে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM কুমিল্লা-৪ আসন: ‘নির্বাচন করতে পারবেন না, বিএনপি প্রার্থী মঞ্জুরুল’ 7:38 PM সুপ্রিম কোর্টে দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: অফিস আদেশ 7:29 PM মুসাব্বির হত্যার ঘটনা: সারাদেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি 6:56 PM অত্যাবশ্যক তালিকায় নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ 6:53 PM নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে 6:35 PM সেন্ট মার্টিনে এক জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল, বিক্রি ১০ লাখ টাকায় 6:24 PM ধর্মঘট প্রত্যাহার করেছে-এলপিজি ব্যবসায়ীরা 6:13 PM গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঝুট গোডাউনে আগুন 6:07 PM সুপ্রিম কোর্ট ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি 5:13 PM যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ