
প্রতিনিধি 24 December 2025 , 12:01:08 প্রিন্ট সংস্করণ

বিশ্বের রাজনীতিতে বহু নেতা নির্বাসন থেকে দেশে ফিরে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। নেপোলিয়ন বোনাপার্ট, চার্লস দ্য গল, আয়াতুল্লাহ খোমেনি, হুয়ান পেরন এবং বেনজির ভুট্টো সেই ইতিহাসের উদাহরণ। এখন বাংলাদেশে আলোচনার কেন্দ্রে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান প্রায় ১৮ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ২০০৭ সালের রাজনৈতিক সংকটের পর তিনি দেশত্যাগ করেন এবং সেখান থেকে বিএনপির নেতৃত্ব চালিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে তার দেশে ফেরা নিয়ে জোরালো আলোচনা চলছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।







বিশ্ব ইতিহাস প্রমাণ করেছে যে, নির্বাসন অনেক নেতার প্রভাবকে কমায়নি; বরং অনেক সময় তা তাদের শক্তি ও প্রভাবকে আরও দৃঢ় করেছে। নেপোলিয়ন, খোমেনি ও ভুট্টোদের মতো, তারেক রহমানও দীর্ঘ সময় বিদেশে থাকলেও বিএনপির নেতৃত্বে সক্রিয় থেকেছেন। দলের ভেতরে সমর্থন ও রাজনৈতিক প্রত্যাশা থাকায় তার দেশে ফেরার সম্ভাবনা এবং রাজনৈতিক প্রভাব পুনর্দখলের পথ উন্মুক্ত।

নেপোলিয়নের সামরিক দূরদর্শিতা, খোমেনির ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব, চার্লস দ্য গলের গণতান্ত্রিক নেতৃত্ব-সবমিলিয়ে তারা ইতিহাসে নির্বাসন থেকে ফেরার মাধ্যমে ক্ষমতা পুনর্দখল করেছেন। তারেক রহমানও বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভাব্য এই পথে হাঁটার জন্য প্রস্তুত, যা তাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে তুলনীয় করে তোলে।