জাতীয়

সরকারি চাকুরিজীবীদের জন্য চালু হচ্ছে পিতৃত্বকালীন ছুটি!

  প্রতিনিধি 15 September 2025 , 7:11:37 প্রিন্ট সংস্করণ

- বাবার কোলে এক মাস বয়সী শিশু। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সন্তান জন্মের পর স্ত্রী ও পরিবারের পাশে থাকার সুযোগ দিতে বাংলাদেশেও সরকারি চাকুরিজীবীদের জন্য চালু হচ্ছে পিতৃত্বকালীন ছুটি। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আড়ং, ব্র্যাক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই কর্মীদের এ সুবিধা দিয়ে আসছে। ইতোমধ্যে ১৫ দিন সবেতনে ছুটি দেয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সার্ভিস রুলস (পার্ট-১)-এর রুলস ১৯৭ সংশোধনের মাধ্যমে এ প্রস্তাবনা পেশ করে।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এ বিষয়ে ফাইল চালাচালি শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানান, ‘২০১১ সালে মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত হলেও বাবাদের জন্য কোনো সুবিধা রাখা হয়নি। অথচ নবজাতকের জন্মের পর প্রথম দেড় মাস মায়ের শারীরিক অবস্থা ভঙ্গুর থাকে, আর বাবার উপস্থিতি তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছুটি না থাকায় প্রায় ৯০ শতাংশ সরকারি চাকরিজীবীকে স্ত্রী-সন্তানকে হাসপাতালে রেখে অফিস করতে হয়, ফলে নবজাতকের যত্ন নেয়া অনেক সময় অসম্ভব হয়ে পড়ে’।

প্রধান উপদেষ্টার কাছে পাঠানো প্রস্তাবে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে: পার্শ্ববর্তী দেশ ভারতে বাবারা সবেতনে ১০ দিনের ছুটি পান, পাকিস্তানে ১ মাস, ভুটান ও শ্রীলঙ্কায় ১০ দিন, স্পেনে ১২ সপ্তাহ পর্যন্ত আর সিঙ্গাপুরে অ-ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সুবিধা দেয়া হয়। এ বিষয়ে বাংলাদেশে প্রস্তাব করা হয়েছে একটানা ১৫ দিন সবেতনে পিতৃত্বকালীন ছুটির। মন্ত্রণালয়ের মতে, এ ছুটি বাবাদের মানসিক প্রশান্তি এনে কাজের প্রতি মনোযোগী করবে, মায়ের চাপ কমাবে এবং পরিবারে দৃঢ় বন্ধন গড়ে তুলবে।

তবে এ বিষয়ে ভিন্নমতও রয়েছে। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম মনে করেন, ‘ছুটিতে শর্ত থাকা উচিত’। তার বক্তব্য অনুযায়ী, ‘বাবারা যদি লিখিতভাবে উল্লেখ করেন কত ঘণ্টা নবজাতক ও মায়ের সেবা করেছেন, তবে এই ছুটি যৌক্তিক হবে, নইলে নয়’। গত ১৮ আগস্ট রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক