
প্রতিনিধি 18 December 2025 , 11:04:30 প্রিন্ট সংস্করণ

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।